সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন দেশের প্রযুক্তিসম্মত রাবার ড্যাম প্রকল্প পরিদর্শণ করেছেন পরিকল্পনা কমিশনের প্রতিনিধি দল। বুধবার (২২ মার্চ) দুপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর রেহাইচর এলাকার ৫’শ মিটার ভাটিতে রাবার ড্যাম প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন প্রতিনিধি দলের প্রধান পরিকল্পনা কমিশনের (কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ) সদস্য এ কে এম ফজলুল হক। এসময় স্থানীয় বাসিন্দা, সুবিধাভোগী, জনপ্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলেন পরিকল্পনা কমিশনের প্রতিনিধিরা। পরিদর্শন শেষে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক বলেন, জমি অধিগ্রহণ বাবদ ও রাবার ড্যামের কাজের কিছুটা পরিবর্তনজনিত কারণে প্রকল্পের ব্যয় বেড়েছে। বাস্তবে টাকার পরিমান কেন বাড়ানো হলো ও কাজের অগ্রগতি দেখতে আসায় মূল লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা যাচ্ছে না, সেটিও বিবেচনা করা হচ্ছে। শুস্ক মৌসুমে নদীতে কাজগুলো ৪ মাস করা সম্ভব। বর্ষাকালে দীর্ঘ সময় ধরে পানি থাকায় নদীতে কাজ করা সম্ভব হয় না। সরেজমিনে পরিদর্শনে যা পাওয়া গেল, তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ভূমি অধিগ্রহণের ৩৪ কোটি টাকা এবং রাবার ড্যামের অন্যান্য কাজে ৩৭ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করতে হয়েছে। নির্মাণ প্রকল্প এলাকায় যেসব জমি অধিগ্রহণের আওতায় আসবে, সেসব মালিকদের সাথে কথা বলা হয়েছে। তারা এখনো টাকা পাননি বলে এমন অভিযোগ করছেন। তারা যাতে দ্রুত সময়ের মধ্যে টাকা পান, তা ব্যবস্থা করা হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ইতোমধ্যে রাবার ড্যামের ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। জুনের মধ্যে বাকি কাজ শেষ করা হবে। কাজের অগ্রগতি দেখতেই পরিকল্পনা কমিশনের প্রতিনিধি দল সরেজমিনে এসেছেন। প্রকল্পটির নির্মাণ ব্যয় ১৮২ কোটি টাকা থেকে ২৫৫ কোটি টাকা করা হয়েছে। এদিকে প্রকল্প পরিদর্শনে আসা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত রাবার ড্যাম নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ড্যামটি নির্মাণ সম্পন্ন হলে পানির প্রবাহ ঠিক থাকবে এবং সেচ কাজে নদীর পানি ব্যবহার করতে পারবে। এ অঞ্চলের কৃষকরা কৃষি ও মৎস্য চাষে আরো উৎসাহিত হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছেন রাবার ড্যাম তার মধ্যে এটি তাঁর সাক্ষি হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান এবং তিনি উদ্বোধন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো জানান, জমি অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা ক্ষতিপূরণ পাবে। এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের (কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ) অতিরিক্ত ছায়েদুজ্জামান, উপ সচিব রত্না শারমিন ঝরা, পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ময়েজ উদ্দিন প্রমুখ।