মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
অবৈধভাবে ভারত থেকে গরু আনার সময় বিএসএফের তাড়ায় নদীতে ঝাঁপ দেয়া নিখোঁজ এক বাংলাদেশি রাখালের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত ব্যক্তি হলো উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ক্ষাপাপাড়া গ্রামের মোহর আলির ছেলে পলাশ (১৬)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তা আগে ভারত থেকে গরু আনার সময় পলাশকে ভারতের রেস ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাড়া করে। এসময় জীবন বাঁচাতে সে পদ্মা নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তার সন্ধান পাওয়া যাচ্ছিলো না। অবশেষে নিখোঁজের এক সপ্তা পর গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকার পদ্মা নদীতে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে পলাশের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গতকাল বিকালেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
৯ বিজিবির সিংনগর বিওপির কমান্ডার ইব্রাহিম খলিল জানান, ঘটনাটি আমরা শুনেছি। তবে পলাশের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয় নি।