চাঁপাইনবাবগঞ্জে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচী পরিদর্শনে বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক

আপডেট: অক্টোবর ৭, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


ছাগল ও ভেড়ার মহামারী রোগ পিপিআর-এর বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচীর চাঁপাইনবাবগঞ্জ জেলার কার্যক্রম পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ডা. আব্দুল হাই সরকার।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে পিপিআর ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন এ আরও উপস্থিত ছিলেন ডা. গোলাম মোস্তফা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ, ডাঃ মোঃ ইয়ামিন আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ সদর, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, উক্ত ইউনিয়নের ভ্যাকসিনেটর, এ.আই টেকনিশিয়ান এবং এলএসপিগণ।

উল্লেখ্য যে প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় গত ১ অক্টোবর ২০২৪ থেকে শুরু হওয়া এ কর্মসূচী ১৮ অক্টোবর ২০২৪ পর্যন্ত সারাদেশব্যাপী চলমান থাকবে৷ কর্মসূচীর আওতায় মহামারী রোগ পিপিআর নির্মূলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ছয় লক্ষ ত্রিশ হাজার যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক লক্ষ ষাট হাজার ছাগল ও ভেড়ায় বিনামূল্যে টিকা প্রদান করা হবে৷ পরিদর্শকালে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে বিভাগীয় পরিচালক মহোদয় ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে সকল খামারিদের সহযোগীতা কামনা করেন এবং ফ্রি টিকা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।

বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচী পরিদর্শন করে বিভাগীয় পরিচালক, রাজশাহী মনিটরিং কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

Exit mobile version