রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে পুলিশি পাহারায় চলছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসির বাস। গত বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পাবনাগামী একটি বিআরটিসি বাস ভাঙচুরের ঘটনার পর গতকাল বৃহস্পতিবার পুলিশি পাহারায় পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায় বিআরটিসির বাস।
এদিকে গাড়ি ভাঙচুরের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপকে দায়ী করেছে বিআরটিসি কর্তৃপক্ষ। তবে পরিবহন মালিকরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ ও বিআরটিসি কাউন্টার সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেল সোয়া ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনার উদ্দেশ্যে বিআরটিসির একটি বাস ছেড়ে যায়। গত বুধবার থেকে এই গাড়ির রুট রহনপুর পর্যন্ত সম্প্রসারিত করা হয়। বুধবার দুপুরে রহনপুর থেকে বাসটি ছেড়ে এসে চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারে যাত্রী তোলার পর পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে বিকাল সোয়া ৩টার দিকে শহরের স্বরুপনগরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসটিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তাদের ইটের আঘাতে বাসের কয়েকটি গ্লাস ভেঙে যায়। এছাড়া দুর্বৃত্তদের হামলায় আহত হন বিআরটিসি বাসের সুপারভাইজার বকুল। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ বিআরটিসি কাউন্টারের সহকারী মাস্টার সানাউল্লাহ সানু জানান, পরিবহন মালিক গ্রুপের নেতাদের ইন্ধনেই বাস ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইয়াহিয়া বিশ্বাসসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে সদর থানায় এজাহার দাখিল করেছেন তারা। তিনি জানান, যাত্রীদের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার পুলিশি পাহারায় বাস চলাচল করছে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এফকেএম লুৎফর রহমান ফিরোজ তাদের বিরুদ্ধে আনা বাস ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা বিআরটিসির বাসে হামলা চালিয়েছে সেটা আমাদের জানা নেই।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আগামী রোববার উভয়পক্ষকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করা হবে।