সোমবার, ৮ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২৩ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বুধবার পুলিশ মেমোরিয়াল ডে উদ্যাপিত হয়েছে। এই উপলক্ষে সকালে জেলা পুলিশ লাইনে নির্মিত শহিদ মিনারে জেলায় নিহত তিন পুলিশ সদস্যের স্মরণে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান, সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম প্রমুখ। পরে নিহত পুলিশ সদস্যদের স্মরণে দোয়া করা হয়।