চাঁপাইনবাবগঞ্জে পোস্টাল ভোট দিবেন ১২৪ জন

আপডেট: জানুয়ারি ৬, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে এবার পোস্টাল ভোট দেওয়ার আবেদন করেছেন ১২৪ জন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে ৫৬ জন ও চাঁপাইনবাবগঞ্জে ৩ আসনে ২৯ জন পোস্টাল ভোট দেওয়ার জন্য আবেদন করেন।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, ভোট গ্রহনের কাজে নিয়োজিত ১২৪ জন কর্মকর্তা তাদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোটের আবেদন করেছিলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।