রবিবার, ৭ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২২ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে ‘অযৌক্তিক ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’। গতকাল বুধবার সকালে শহরের হুজরাপুর জেলা পরিষদ মোড় থেকে জলযোগ মোড় পর্যন্ত মানববন্ধনে অংশ নেন কয়েকশ মানুষ।
জলোযোগ মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান, জাসদ নেতা মনিরুজ্জামান মনির, প্রতিরোধ কমিটির সমন্বয়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশা প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পৌর কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে অতিরিক্ত হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করেছে। শুধু তাই নয় ট্যাক্স নির্ধারণে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। পৌর করের যাবতীয় তথ্য ওয়েবসাইটে প্রকাশের দাবি জানানো হয়।