শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০ টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন প্রার্থীর মাঝে ও তার প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি নৌকা, জাতীয় পার্টির মোঃ আফজাল হোসেন লাঙ্গল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মোঃ শামসুল হোদা মোমবাতি, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আব্দুল হালিম আম, বিএনএফ’র নুরুল ইসলাম জেন্টু টিভি, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম রাব্বানী কেটলি ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতীক পেয়েছেন।
অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহা. জিয়াউর রহমান এমপি নৌকা, জাতীয় পার্টির অ্যাড. আব্দুর রহিম লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল্লাহ আল মামুন ডাব, বিএনএফ’র আজিজুর রহমান টিভি ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মুহা. গোলাম মোস্তফা বিশ^াস ঈগল পাখি প্রতীক পেয়েছেন। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল ওদুদ এমপি নৌকা, বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্টের মাওলানা আব্দুল মতিন নোঙ্গর, বিএনএফ মনোনীত প্রার্থী কামরুজ্জামান খাঁন টিভি ও ন্যাশনাল পিপিলস পার্টির নাহিদ আহম্মেদ আম প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পর দুপুর ২টা থেকে প্রচারণা চালাতে শুরু করেন। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন। প্রতীক বরাদ্দ পাবার পর প্রার্থীরা পোস্টার ছাপিয়ে।