চাঁপাইনবাবগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১০:৫৯ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :


‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, ডা. রাকিবুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরিয়তুল্লাহ, এ্যাঞ্জেলস গার্ডেনের নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। সরকার তাদের প্রতি সহানুভুতিশীল। তারা বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের অংশ। শ্রবণশক্তিহীন সম্প্রদায়ের কেউ যেন পিছিয়ে না পড়েন সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। প্রতিদিন যে লক্ষ লক্ষ বধির মানুষ বৈষম্যের শিকার হয়, তাঁদের জীবনযাত্রার মানকে উন্নত এবং সহজ করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ