সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের পাঠানপাড়ার দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়।
সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মো. হারুনুর রশিদ হারুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর কাউন্সিলর আবদুল বারেক প্রমুখ। সমাবেশ থেকে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়। এদিকে দুপুরের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য বিএনপি কার্যালয়ের চারপাশে অবস্থান নেয়ায় পূর্বনির্ধারিত কালো পতাকা মিছিল করতে পারে নি দলের নেতাকর্মীরা।