চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিলোপ আইন প্রণয়নসহ ৮ দাবিতে মানববন্ধন

আপডেট: ডিসেম্বর ৬, ২০১৬, ১২:১১ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস
বৈষম্য বিলোপ আইন প্রণয়নসহ ৮ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন। গতকাল সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শ্রী শ্যাম কিশোর দাস গোস্বামী মহারাজ্জী, সভাপতি বক্ষনাথ ঠাকুর বারমা, সাধারণ সম্পাদক দেব সাগর ঠাকুর, স্বপন কুমার দাস প্রমুখ। এসময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট সাইফুল রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। বক্তারা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য উপযুক্ত কর্মসূচি গ্রহণ করে নীতিমালা প্রণয়নের দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ