মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কের ধীনগর এলাকায় ভটভটির ধাক্কায় মাহতাব উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ পথচারি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমুনরা ধীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত নিহত মাহতাব উদ্দিন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর গ্রামের মৃত তাইনুস উদ্দিনের ছেলে।
সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ভোর ৫টার দিকে বাড়ি থেকে বের হন মাহতাব উদ্দিন। এ সময় রাস্তা পার হওয়ার সময় আমনুরা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি মাছভর্তি ভটভটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভটভটিটি জব্দ করা হয়েছে। তবে চালক দূর্ঘটনা ঘটার সময় পালিয়ে যায়।