সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তে উদ্ধার হওয়া প্রায় ৫৮ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়ন ক্যাম্পে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়ন, বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়ন ও বিজিবি ১ (রাজশাহী) ব্যাটলিয়ন এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
অনুষ্ঠানে ২৩২১ বোতল বিদেশি মদ, ১৭৪৫ লিটার দেশী মদ, ১৪০ লিটার মদ তৈরির উপকরণ, ১ লাখ ২১ হাজার ৫৯৫ বোতল ফেনসিডিল, ৪০৭ কেজি গাঁজা, ১৫২ কেজি ৫৪৪ গ্রাম হেরোইন, ৬ লাখ ৪৩ হাজার ৪৩৭ পিস ইয়াবা, ২ লাখ ৮ হাজার ৩৭৮ প্যাকেট পাতার বিড়ি, ৯০৫ কেজি বিড়ির পাতার গুড়া, ৭৮৩ কেজি বিড়ির মসলা, ১৩৫৩ কেজি বিড়ির পাতা, ৫০৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৮৬৩৪টি নেশাজাতীয় ইনজেকশন, ২২১ কেজি তামাক পাতা ধ্বংস করা হয়।
এর আগে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনোয়ার হোসেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন, ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা, র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমান খানসহ বিজিবির বিভিন্ন স্তরের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।