চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যা্ম্পইন উপলক্ষে মতবিনিময়

আপডেট: আগস্ট ৩, ২০১৭, ১:১৭ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যা্ম্পইন -২০১৭ উপলক্ষে গতকাল বুধবার সিভিল সার্জন অফিসের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. কাজী শামিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, ইউনিসেফের পুষ্টি বিষয়ক জেলা প্রতিনিধি ডা. আবু সায়েম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জিন্নাত আরা হক, ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবন প্রমুখ। এসময় সিভিল সার্জন বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ অগাস্ট চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলা ও চার পৌরসভার এক হাজার ২৫৯টি কেন্দ্রে ছয় থেকে ১১ মাস বয়সী এক লাখ ৭৬ হাজার ৯৬৬ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৮৪৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ