মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
উদ্বোধন করলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ভিসতা ইলেকট্রনিকস এর শো-রুম উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে এর উদ্বোধন করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শনিবার (২৫ মে) দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে এই নতুন শো-রুম উদ্বোধন করা হয়।
ফিতা কেটে উদ্বোধন শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই-নিসচার চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
ভিসতা শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভিসতা ইলেকট্রনিকস এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, নিরাপদ সড়ক চাই-নিসচার মহাসচিব ও ভিসতা ইলেকট্রনিকস এর উপদেষ্টা একে আজাদ হোসেন, সড়ক চাই-নিসচা রাজশাহী শাখার সভাপতি অ্যাড. তৌফিক আহসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক হাসান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওবায়েদ পাঠানসহ অন্যরা।