রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে একাধিক প্রতারণার অভিযোগে প্রতারক শাকিল ইসলামসহ ছয় জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত শনিবার সকাল থেকে রোববার বিকেল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- প্রতারক চক্রের মূলহোতা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সিদ্দিক মিয়ার ছেলে শাকিল, তার শাশুড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃঞ্চগোবিন্দপুর গ্রামের নুরুল আলম বেনজির স্ত্রী হালিমা খাতুন, রামচন্দ্রপুর হাট গাইসা পাড়ার নিয়ামত মিয়ার ছেলে ওসমান গনি, একই গ্রামের আনন্দ কর্মকারের ছেলে স্বর্ণ ব্যবসায়ী রাজকুমার কর্মকার, মাদারীপুর জেলার মাওনসি গ্রামের জিন্নাত শেখের ছেলে রেজাউল করিম ও একই উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত্য রামেশ্বর হালদারের ছেলে সঞ্জয় হালদার। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি হ্যান্ডকাপ, দুইটি স্বর্ণের বালা, স্বর্ণের গুড়া, নগদ ২০ হাজার টাকা, ২০টি বড় ব্যাগ, ছয়টি মোবাইল ফোন, পাঁচটি পাসপোর্ট ও পুলিশের পোষাক সদৃশ একটি জ্যাকেট উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, গত বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার চককির্ত্তি ইউনিয়নের শংকরমাদিয়া গ্রামের আবদুল আওয়াল তার স্ত্রীসহ চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থান করছিল। এসময় প্রতারক শাকিল পুলিশ পরিচয় দিয়ে অটোবাইক যোগে তাদের ব্ল্যাকমেইল করে টাকা-পয়সা, মোবাইল ফোন ও স্বর্ণ হাতিয়ে নেয়। এনিয়ে ভুক্তভোগী ওই ব্যক্তি শুক্রবার সকালে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। অবশেষে শনিবার প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করা হয় প্রতারক চক্রের মূলহোতা শাকিলের অবস্থান। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে প্রথমে শাকিলকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তার শাশুড়িসহ বাকি চার জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।