চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্বার

আপডেট: জুন ২৩, ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্বার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামে সড়কের পাশ থেকে এই মরদেহ উদ্বার করা হয়। নিহত ভ্যানচালক নাচোল সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত মোতালেব হোসেন ফাঁকুর ছেলে রাজু আহমেদ (২০)। গতকালকে থেকে ভ্যানসহ নিখোঁজ ছিল নিহত রাজু আহমেদ।

জানা যায়, একজন প্রতিবন্ধীর সাথে ভ্যানচালকের কাজ করে নিহত রাজু। কিন্তু গত এক সপ্তাহ ধরে ভ্যানটি নিয়ে ভাড়ায় যাতায়াত করছিল সে। গতকাল থেকে নিখোঁজ ছিল রাজু৷ সোমবার সকালে সড়কের পাশে গলাকাটা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্বার করেছে। মরদেহের পাশে একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিক্তিতে রক্তাক্ত অবস্থায় ভ্যানচালক রাজু আহমেদের মরদেহ উদ্বার করা হয়েছে। এনিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও তদন্তকাজ শুরু করেছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ