মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো.আবিদ হাসান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আবিদ হাসান পৌর এলাকার পিটিআই মাস্টারপাড়া মহল্লার আনোয়ারুল ইসলামের ছেলে। সোমবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে মহানন্দা নদীর রেহাইচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাজশাহী থেকে ডুবুরি দল ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা করে বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে বন্ধুদের সাথে রেহাইচর গ্রামের সামনে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় আবিদ হাসান। স্থানীয় লোকজন মহানন্দা নদীতে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাজশাহী ডুবুরী দলকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে রাজশাহী ডুবুরী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহানন্দী নদীতে খোঁজাখুঁজি করে বিকালে আবিদ হাসানের মৃতদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।