শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে হয়েছে মহান বিজয় দিবস।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসানসহ অন্যরা।
এরপর সকাল সাড়ে ৮ টায় চাঁপাইনবাবগঞ্জের ডা. আ. আ. ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও মনোঙ্গ ডিসপ্লে উপভোগ করেন সবাই।
এদিকে বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান,পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদসহ অনান্যরা।