রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রামকৃষ্টপুর এলাকার তরিকুল ইসলামের স্ত্রী গোলো বেগম ওরফে গোলো (৪২)।
সরকার পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট জোবদুল হক জানান, ২০১৫ সালে ২৮ আগস্ট আসামি গোলো বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সদর মডেল থানার এসআই খাইরুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ১০ অক্টোবর গোলো বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর সারোয়ার হোসেন। স্বাক্ষী প্রমাণ ও যুক্তিতর্ক শেষে গতকার সোমবার আদালত এই মামলার রায় প্রদান করেন।