চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট: জুলাই ৮, ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক্য মামলায় আব্দুস সাকিব (২০) নামে একজনকে যাবজ্জীবন কারাদ-, সেইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (৮জুলাই) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা:আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সাকিব চাঁপাইনবাবগঞ্জ পৌর উপর নিমগাছি মহল্লার আব্দুল লতিফের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ২ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ পৌর মিরের খৈলান এলাকায় ডিবি’র অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ আটক হয় সাকিব। এ ব্যাপারে ওইদিন সদর থানায় মামলা করেন ডিবি’র উপ-পরিদর্শক অনুপ কুমার সরকার। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি’র উপ-পরিদর্শক মশিউর রহমান আদালতে অভিযোগপত্র দায়ের করেন।