চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট: জানুয়ারি ৯, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় লিয়াকত আলী(৩৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড সেইসাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে দায়রা জজ মিজানুর রহমান আসামীর ্উপস্থিতিতে রায় ঘোষণা করেন। লিয়াকত শিবগঞ্জের নয়ালাভাঙ্গা চন্ডীপুর ঘোনপাড়ার মৃত লোকমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হকমজানান, ২০২০ সালের ৫ নভেম্বর নয়ালাভাঙ্গা বইলতলা বাজারের সামনের সড়কের উপর র‌্যাবের হাতে দেড় কেজি হেরোইনসহ আটক হয় লিয়াকত। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার আবু তালেব।

মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আতাউর রহমান ২০২০ সালের ৩০ নভেম্বর লিয়াকতকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ