চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নজরুল ইসলাম সুজন (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে দায়রা জজ মিজানুর রহমান দন্ডিতের অনুপস্থিতিতে (পলাতক) রায় প্রদান করেন। সুজন চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান মহল্লার মো: ইব্রাহীমের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর সুজনের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬০০ পিস ইনজেকশনসহ গ্রেপ্তার হয় সুজন।
এ ব্যাপারে ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সুজনকে আসামী করে মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন।
২০২২ সালের ২৮ জানুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আসাদুর রহমান সুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version