চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

আপডেট: জানুয়ারি ৫, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি পুর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবী সম্বলিত স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর বরাবরে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া একই দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছেও স্মারকলিপি দেয়া হয়েছে।
উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জে একটি পুর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে প্রায় একবছর ধরে আন্দোলন করে আসছে বিভিন্ন সংগঠন।

এ বিভাগের অন্যান্য সংবাদ