চাঁপাইনবাবগঞ্জে মেসার্স লুনা ট্রেডার্সের হালখাতা ও মতবিনিময়

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১০:৫৩ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ জেলার সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ও আবুল খায়ের গ্রুপের ডিস্ট্রিবিউটর মেসার্স লুনা ট্রেডার্সের হালখাতা ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ওদুদ পার্কে এই হালখাতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মের্সাস লুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী রাইহানুল ইসলাম লুনা। এতে প্রধান অতিথি ছিলেন শাহ্ সিমেন্টের এজিএম মোঃ শাহিনূর আলম। বিশেষ অতিথি ছিলেন- শাহ্ সিমেন্টের রিজিওনাল ইনচার্জ মোঃ আল মারুফ, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহ্ সিমেন্ট এর এরিয়া ম্যানেজার মোঃ মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে অতিথিরা চাঁপাইনবাবগঞ্জে লুনাা ট্রেডার্সের দীর্ঘদিন থেকে সততা অবিচল বজায় রেখে ক্রেতাদের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য লুনা ট্রেডার্সের পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনাকে ধন্যবাদ জানান। আলোচনা ও মধ্যহ্নভোজ শেষে পরিবেশকগণকে পুরস্কার প্রদান হয় এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।