বুধবার, ২৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৫ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় জাসদের অঙ্গসংগঠন জাতীয় যুবজোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শহরের নিমতলাস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মুজিব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম-সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ প্রমূখ।
বক্তারা বলেন, সালামকে রাত ১১ টার সময় আল্লারদর্গা বাজার হতে বাড়ি ফেরার পথে ওই এলাকার সন্ত্রাসীরা পুর্বপরিকল্পনা অনুযায়ী তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে স্তিমিত করার লক্ষ্যে এ কার্যকলাপ চলছে। জামায়াত-শিবিরের কায়দায় পায়ের রগ কেটে সালামকে হত্যা করে।
বক্তারা আরো বলেন, শিবিরের কায়দায় আত্মগোপন করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঘরে ঢুকে আরেক মুক্তিযুদ্ধের পক্ষকে হত্যা করছে। এ হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
নইলে বাংলাদেশের অগ্রগামীর পথকে রুদ্ধ করবে। যারা লুটপাট, অনিয়ম, অত্যাচারের সাথে জড়িত তাদের দল থেকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করে ১৪ দলকে পুনর্গঠন করার আহ্বান জানান বক্তারা।