চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা জেম হত্যা মামলায় পৌর মেয়র মুখলেসুর কারাগারে

আপডেট: জুন ৬, ২০২৩, ১১:১৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর যুবলীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যার ঘটনায় উচ্চ আদালতে জামিন পাওয়া প্রধান আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নির্মলেন্দু দাশ এই আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নাজমুল আজম বলেন, মেয়র মুখলেসুর রহমানের বিরুদ্ধে হত্যাকা-ে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ থাকায় জামিনের বিরোধিতা করা হয়।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, জেম হত্যা মামলার প্রধান আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত বিচার-বিশ্লেষণ করে জামিন বাতিল করে কারগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা উচ্চ আদালতে যাবো।

হত্যা মামলার ৪৮ জন আসামীর মধ্যে ৩৪ জন আসামী উচ্চ আদালতে জামিন নেয়। গত ৩০ মে উচ্চ আদালতে জামিন পাওয়া ৩২ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত ২৬ জনকে জামিন ও ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত,গত ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের উদয়ন মোড় এলাকায় ইফতারের বাজার করে বাড়ী ফেরার সময় খাইরুল আলম জেমকে দেশি-বিদেশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হত্যাকান্ডের তিন দিন পর গত ২২ এপ্রিল রাত ২টার দিকে খাইরুল আলম জেমের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান,সাবেক যুবলীগের জেলা সভাপতি ব্যবসায়ী সামিউল হক লিটন,চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপু,রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীসহ ৪৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ