শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার রামচন্দ্রপুরহাট কাঁচা বাজারের একটি রকমারী দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক কালাম আলী (৩৫) কে আমদানি নিষিদ্ধ ৮০০টি ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত কালাম আলী উপজেলার কৃষ্ণগোবিন্দপুর ধূমিহায়াতপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাট কাঁচা বাজারে একটি রকমারী স্টোরের দোকানে চোরাইপথে আনা আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি মো. নূরে আলমের নেতৃত্বে র্যাবের একটি দল গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় আমদানি নিষিদ্ধ ৮০০টি ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ দোকান মালিক কালাম আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।