চাঁপাইনবাবগঞ্জে শহিদ মহর আলী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

আপডেট: মে ২৩, ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জ শহরের বীর বিক্রম শহিদ নায়েক মহর আলী উচচ বিদ্যালয় ভবনের নবনির্মিত সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে নবনির্মিত ভবনের ফলন উন্মোচন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোসা. জান্নাতুল ফেরদৌসী, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামানসহ অনান্যরা। ১ কেটি ১৮ লাখ টাকা ব্যায়ে বিদ্যালয়ের সম্প্রসারিত অংশের ভবন নির্মানের কাজ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

এ বিভাগের অন্যান্য সংবাদ