চাঁপাইনবাবগঞ্জে শিশু অনুসন্ধান, উদ্ধার ও আদালত পদ্ধতি বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষণ

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান,উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্লের সহযোগিতায় সুফাসেক-ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন) প্রকল্পের আওতায় শিশুর প্রতি যৌন শোষন প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষনের আয়োজন করা হয়।

প্রশিক্ষনটি পরিচালনা করেন শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এবং মাছুমা মুস্তারী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)। উক্ত প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয় পুলিশ লাইনস মহিলা ব্যারাক হলরুম, চাঁপাইনবাবগঞ্জ। প্রশিক্ষনে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে পুলিশ কর্মকর্তাগন অংশগ্রহন করেন। প্রশিক্ষনে যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি কেমন হবে তার উপর বিস্তারিত আলোচনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ