বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্তদের মাঝে ৪শ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সমাজসেবক লোকমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুল আমীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান মটন মিয়া, শেখ রাসেল স্মৃতি সংসদের উপদেষ্টা কৃষিবিদ রোকনউজ্জামান, ৪ নম্বর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।