রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিনদিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরের গ্রীণভিউ উচ্চবিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্ভাবনী দলের মহাপরিচালক আব্দুল হালিম। জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. কাজী শামিম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান প্রমুখ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৪১টি স্টল রয়েছে।