চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :


চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা। চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় বিজয়ী ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল জেলা পর্যায়ের এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

সোমবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাও। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ এজাবুল হক বুলিসহ আরও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী খেলায় শিবগঞ্জ উপজেলার রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে নাচোল উপজেলার ভেরেন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে।