চাঁপাইনবাবগঞ্জে সঞ্চিত অর্থ পেলো ১১৪ নারী কর্মী

আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ (আরইআরএমপি-৩) প্রকল্পে কাজের সঞ্চিত অর্থের চেক পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪০ নারী কর্মী। একইসাথে কাজের স্বীকৃতি স্বরুপ সনদপত্রও পেয়েছেন তারা।



রোববার (২২ সেপ্টেম্বর) সকালে এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন আরইআরএমপি-০৩ শীর্ষক প্রকল্পের আওতাধীন নারী কর্মীদের মাঝে সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এদিন প্রতিজনকে ১ লক্ষ ২০ হাজার ৪০০ টাকার টাকার চেক প্রদান করা হয়। দীর্ঘ ৪ বছর এ অর্থ সঞ্চয় করেছিলেন এসব নারী কর্মীরা।

এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা প্রকৌশলী আজহারুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মোঃ সানাউল্লাহ,আবু সায়েম, সহকারী ট্রেনিং অফিসার মাহতাব আলী।