চাঁপাইনবাবগঞ্জে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে সেমিনার

আপডেট: মার্চ ৩১, ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকারি যাকাত ফান্ডে বিত্তবানদের নিকট হতে অর্থ সংগ্রহের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা যাকাত কমিটির সভাপতি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম সেমিনারে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামানসহ বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেণিপেশার জনসাধারণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ