বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের উপ-নির্বাচনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিনভর নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, র্যাব সদস্যদের টার্গেট করে ককটেল হামলা, কেন্দ্র থেকে ককটেল উদ্ধারসহ নানা ঘটনায় উত্তপ্ত ছিলো নির্বাচনী মাঠ। এতে ভোটার উপস্থিতিতেও পড়েছে চরম ভাটা।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ৯ টা পর্যন্ত শতকরা ২৫ ভাগ ভোট প্রদান হয়েছে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গিয়েছিলো। সংশ্লিষ্টের ধারণা সর্বশেষ আরও ১০ ভাগ ভোট বাড়তে পারে।
এদিন দুটি আসনে ভোটগ্রহণ চলছিলো। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য না পাওয়া গেলেও ভোটার উপস্থিতি ছিলো কম। আর সারাদিনই উত্তপ্ত ছিলো চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় র্যাবের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে র্যাব। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ৬ নম্বর ওয়ার্ডের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি স্থানে কয়েকজন জটলা করে বসেছিল। আমরা তাদের সরে যেতে বলতেই আমাদের ওপর ককটেল মারে এবং আমাদের টার্গেট করে হামলা করে। এতে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছি। তবে তারা নৌকা নাকি আপেল প্রতীকের সমর্থক তা নিশ্চিত না। এরআগে একই ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের সঙ্গে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এছাড়া ৩ আসনের ভোট চলাকালে কেন্দ্রের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করেছে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট । সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ককটেলটি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটকেন্দ্রের ভেতরের এক কোণায় একটি পরিত্যক্ত ককটেল পাওয়া গেছে। র্যাবের বোমা ডিসিপোজাল ইউনিট ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়। তারা এটি নিষ্কিয় করে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগকৃত আসনে আওয়ামী লীগ ও বিদ্রোহীপ্রার্থীই ছিলেন মূল প্রতিদ্বন্দ¦ী।