চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সৈয়দ নাজাতের স্মরণসভা

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১২:১৭ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জে গতকাল বুধবার সাংবাদিক ও ছড়াকার সৈয়দ নাজাত হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্থানীয় সাধারণ পাঠাগার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় তার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন সাংবাদিক মাহবুবুল ইসলাম ইমন।
আলোচনায় অংশ নেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আবদুল মতিন, সরকারী কৌশুলী (জিপি) আনোয়ার হোসেন ডলার, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোনাব আলী, দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন,  সীমান্তের কাগজের সম্পাদক জাফরুল আলম, কালের কন্ঠের সাংবাদিক শহিদুল হুদা অলক, এটিএন বাংলার সাংবাদিক নাসিম মাহমুদ, জিটিভি’র ইমতিয়ার ফেরদৌস সুইট, যমুনা টিভি’র মনোয়ার হোসেন জুয়েল, নাচোল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, নূর মোহাম্মদ, আহসান হাবিব প্রমুখ। এসময় বক্তারা সৈয়দ নাজাত হোসেনকে চাঁপাইনবাবগঞ্জের আধুনিক সাংবাদিকতার জনক হিসেবে উল্লেখ করে বলেন তার হাত ধরে উঠে আসা অসংখ্য সাংবাদিক এখন জাতীয় পত্রিকা ও টেলিভিশনে কাজ করছে। তিনি আজীবন সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করেছেন। কাজ করেছেন মেহনতি মানুষের পক্ষে। অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যসহ শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ