চাঁপাইনবাবগঞ্জে সুশাসন বিষয়ক মতবিনিময়

আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ১২:২৬ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে ‘ইউনিয়ন পরিষদে সুশাসন প্রতিষ্ঠিায় ও চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায়’ শীর্ষক এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলা পরিষদ এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব মাহমুদুল হাসান। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইফতেখার উদ্দিন শামীম। এসময় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ তৌফিকুল ইসলামা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন, সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহবায়ক গোলাম ফারুক মিথুন। সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিবসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫৫ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ