চাঁপাইনবাবগঞ্জে স্বীকৃতপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওকরণের দাবিতে মানববন্ধন

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জে সোমবার (১০ ফেব্রুয়ারি) স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এম পি ও ভুক্ত করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক চত্বরে দুপুর ১২ টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ।

ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আারিফুল ইসলাম। সাধারণ সম্পাদক মোঃ ওয়ালীউল ইসলাম। চলমান মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যাদুপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুর রহমান, বিদিরপুর মিল্কি দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুর রকিব,ও রানিহাটি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আল আমিন হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি বেসরকারি (এমপিও) নন এমপিও শিক্ষক কর্মচারীগন সম কারিকুলাম পাঠদান পরীক্ষা একই রকম। সকল কার্যক্রমে সমান ভাবে সম্পৃক্ততা থেকেও কোন বেতন ভাতা পাননা।

এমতাবস্থায় শিক্ষকগন মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষার মানোন্নয়নে কল্যান মুলক বাংলাদেশ গড়ার লক্ষে এক যোগে সকল শিক্ষাপ্রতিষ্ঠান কে একযোগে এমপিও করনের দাবি জানানো হয়।
শেযে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।