চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট: জুলাই ২৮, ২০১৭, ১২:৩৪ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে সকালে শহরের শহীদ মনিমুল হক সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাজেদুল হক সাজুর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ আবদুুল ওদুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ