শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়ানগর এলাকায় সড়ক দুর্ঘটনায় সেন্টু (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছে। নিহত সেন্টু সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান গ্রামের আলকাস আলীর ছেলে।
সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিম উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে সদর উপজেলার নয়ানগর এলাকায় ধান বোঝাই একটি ট্রলি অপর একটি ধান বোঝাই ট্রলিকে ওভারটেক করার পর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রলি থেকে রাস্তায় ছিটকে পড়েন ট্রলির যাত্রী সেন্টু ও চালক হবি। পেছনের ওভারটেক করে আসা ট্রলিটির নীচে পিষ্ট হয়ে যায় দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যাত্রী সেন্টুকে মৃত ঘোষণা করেন।