চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ বাবা-মেয়ে গ্রেফতার

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:২৩ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লায় গতকাল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ১০২ গ্রাম হেরোইনসহ বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, ওই মহল্লার মৃত এহসানের ছেলে আনারুল ইসলাম (৫০) ও তার মেয়ে রুমা বেগম (২৫)।
র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার নুরে আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল শুক্রবার দুপুর ১২টার দিকে রামকৃষ্টপুর মহল্লায় আনারুলের বাড়িতে অভিযান চালিয়ে ১০২ গ্রাম হেরোইনসহ বাবা ও মেয়েকে গ্রেফতার করে। র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ