চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: মার্চ ১৩, ২০২৪, ১০:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জে ২০০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব জানায়, সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি দল সোমবার (১২ মার্চ) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মালবাগডাঙ্গা (বিলাত মন্ডলের টোলা) এলাকায় অভিযান চালিয়ে ২০০০ গ্রাম হেরোইনসহ বজলুর রহমানকে (৪৭) গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত বজলু একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা করা হয়েছে।