চাঁপাইনবাবগঞ্জে ১ম বিভাগ ফুটবল লিগে নবারুণ সংঘ চ্যাম্পিয়ন

আপডেট: নভেম্বর ২৩, ২০১৬, ১০:৫৯ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে নবারুণ সংঘ। গতকাল তারা ৪-০ গোলে রহনপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে স্কাই, মিন্টু, বড় রুবেল ও মিঠুন একটি করে  গোল করে। সেরা খেলায়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে নাহিদ ও মিঠুন। খেলা পরিচালনা করেন আমিনুল। তাকে সহযোগিতা করেন তারাজ ও আলম। চতুর্থ রেফারি পুতুল।
খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্মসম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও আজমাল হোসেন, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, নির্বাহী সদস্য আব্দুল হান্নান, আহসান হাবিব মিন্টু, কামাল হোসেন ছোটকা, সাধারণ পরিষদ সদস্য মোজাম্মেল হক, সালামত হোসেন, জালাল উদ্দীন, শাহনেওয়াজ দুলাল প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ইকবাল মনোয়ান খান চান্না।