মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
নায্য মজুরিসহ ১২ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে নির্মাণ শ্রমিকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে করে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখা।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধু মঞ্জের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য দেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শহিদুল হুদা অলক, জেলা সভাপতি মতিউর রহমান, সহসভাপতি এমরান আলী, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শ্রমিক নেতা আবদুল হামিদ, জহরুল ইসলাম প্রমুখ। বক্তারা নির্মাণ শ্রমিকদের ১২ দফা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।