শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জের চরহরিশপুরে ১৫০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যারে সদস্যরা। গ্রেপ্তারকৃত হলেন, চরহরিশপুরের হাসেন আলীর ছেলে মো. রুবেল (২৬)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সোমবার (৫ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে।
তিনি তার বসত বাড়িতে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। বিষয়টি জানামাত্রই র্যাব অভিযান চালিয়ে ১৫০০ গ্রাম হেরোইনসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।