মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিঠালীতলায় আগুনে পুড়ে ছাই হয়েছে ৩০ বিঘা জমির আখ। গতকাল শনিবার দুপুরে ঘটা এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেনহাজ উদ্দিন জানান, পিঠালিতলা বিলে শনিবার দুপুরে আখের খেতে হঠাৎ করে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শফিকুল ইসলাম, তোরিকুল ইসলাম, জসিম প্রায় ১৫ জনের ৩০ বিঘা জমির আখ পুড়ে যায়। সুমন নামে এক চাষি তার আখ মাড়াই শেষে জমি পরিষ্কার করার জন্য আগুন দিলে পাশের আখ খেতে তা ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয়রা।