মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা থেকে ৩৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস.এম আবুল এহসান জানান, তেলকুপি সীমান্ত ফাঁড়ির হাবিলদার লিয়াকত আলীর নেতৃত্বে একটি টহল দল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তেলকুপি সীমান্তের ১৮০/৭ নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের প্রায় ৮০০ গজ অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির তেলকুপি লম্বাপাড়া মাঠ এলাকায় ফাঁদ পেতে বসে। এসময় কয়েকজন ব্যাক্তি ভারতের দিক থেকে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে থাকে। টহলদল তাদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই বস্তা থেকে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।