চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন

আপডেট: নভেম্বর ১০, ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ব্রিজের জায়গায় নতুন করে আরও একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর বোর্ডঘর-রাজারামপুর সড়কের হরিপুর এলাকায় ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। ৩ কোটি ১০ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ব্রিজের নির্মাণকাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজসহ অন্যান্যরা।

উদ্বোধন শেষে এমপি আব্দুল ওদুদ বলেন, বড় নালার উপরে থাকা পুরাতন ব্রিজটি পরিত্যক্ত হওয়ায় যান চলাচল করতে পারতো না। এমনকি ব্রিজ পার হতে গিয়ে অটোরিকশা, সিনএজি উল্টে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তাই সেখানে নতুন করে আরেকটি ব্রিজ নির্মাণ হচ্ছে। যানবাহন চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে খুব শিগগিরই ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন করা হবে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ