চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ


শিবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে ডি এনসির অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে ইউসুফ আলী (৪২)।
ডি এন সি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুরে মহাসড়কে পঞ্চগড় হতে চাঁপাইনবাবগঞ্জ গামী বিআরটিসি বাসের-৪ সিটের যাত্রীর ব্যাগ তল্লাশী করে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ডিএনসির সদস্যরা। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।