চাঁপাইনবাবগঞ্জে ৫ গুণি পেলেন শিল্পকলা একাডেমি সম্মাননা

আপডেট: মার্চ ১৪, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


শিল্প ও সংস্কৃতি বিকাশে অবদানের স্বীকৃতি স্বরূপ চাঁপাইনবাবগঞ্জের ৪ গুণী শিল্পী ও একটি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠককে শিল্পকলা একাডেমি সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়। ২০২২ সালে সম্মাননা প্রাপ্তরা হলেন, লোক সংস্কৃতি আলকাপে মোঃ লুৎফর রহমান সরকার, কণ্ঠসংগীতে হাফিজুর রহমান কাজল, নাট্যকলায় আজিজুর রহমান শিশির, যন্ত্রশিল্পী মাদলে শ্রী হিরালাল কোল ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক গোলাম ফারুক মিথুন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি সম্মাননা প্রাপ্তদের উত্তরীয়, ২০ হাজার টাকার চেক, মেডেল ও সনদপত্র তুলে দেন। এসময় প্রধান অতিথি জেসি এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ শিল্প সংস্কৃতি বিকাশে বঙ্গবন্ধুর গড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি কাঙ্খিত লক্ষে এগিয়ে চলেছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সংস্কৃতি বিকাশের বিকল্প নেই। যাঁরা সম্মাননা পেয়েছেন তাদের কাছে জাতি অনেক কিছুই প্রত্যাশা করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক অঙ্গনেও বিপ্লব এনেছিলেন। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিম উদ দৌলা চৌধুরী, কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সাল। শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে আয়োজন শেষ হয় ।